Header Ads

Header ADS

শিল্পকলায় ‘আলেয়া’ নাটক মঞ্চস্থ

শিল্পকলায় ‘আলেয়া’ নাটক মঞ্চস্থ

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: ১৯:৪৬, ৮ নভেম্বর ২০২৪
শিল্পকলায় ‘আলেয়া’ নাটক মঞ্চস্থ
শিল্পকলায় কাজী নজরুলের আলেয়া নাটকে অভিনেতারা
নাটক ‘আলেয়া’। কাজী নজরুল ইসলামের অনবদ্য সৃষ্টির। নাটকটিতে কাজী নজরুল নিজেই অভিনয় করতেন। কবির অন্যতম প্রিয় একটি নাটক ছিলো ‘আলেয়া’। আর এ নাটকটি মঞ্চে এনেছে বাঁশরী রেপার্টরি থিয়েটার।
শুক্রবার (৮ নভেম্বর) ছুটির দিনের সন্ধ্যায় শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। নাটকের নির্দেশনায় ছিলেন গোলাম সারোয়ার।


‘আলেয়া’র কাহিনী গড়ে উঠেছে রাজা মীনকেতু এবং অপরাপর রাজ্যের রানী জয়ন্তীকে ঘিরে। রাজা মীনকেতু চায় রাজ্য ও হৃদয় জয় করতে। অপরদিকে রানী জয়ন্তী চায় মীনকেতুর রাজ্য ও হৃদয় জয় করতে। এ আলেয়া নাটকের তিনটি প্রধান নারী চরিত্রের চন্দ্রিকা চিরকালের ব্যর্থ প্রেমিকা, জয়ন্তী তেজস্বিনী রানী শক্তির প্রতীক। চিরকালের কুসুম পেলব প্রাণচঞ্চল নারী কৃষ্ণা রাজা মীনকেতুর প্রধান মন্ত্রদাতা। নারীর ক্ষমতায়নের সমান্তরালে যুদ্ধ নয়, অস্ত্র নয়, হিংসা-বিদ্বেষ নয়, প্রেমই শেষ পর্যন্ত জয়ী হয় কাজী নজরুলের এ নাটকে।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রমিজ রাজু, শারমীন সঞ্জিদা খানম, এ কে আজাদ সেতু, সৈয়দা শামছি আারা, দীপু মাহমুদ, মোনালিসা, মো. ফখরুজ্জামান চৌধুরী, রাজিব রেজা, মামুন, বাবু, প্রজ্ঞা, সানজানা প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে নির্দেশক গোলাম সারোয়ার বলেন, ‘আলেয়া’ নাটকটি প্রতীকী গীতিনাট্য হিসেবেই রচিত হয়েছে। গানগুলো খুবই ইঙ্গিতবহ। কিন্তু আমাদের সীমাবদ্ধতাকে মাথায় রেখেই এ নাটকের রূপারূপে কিছুটা রূপান্তরের সুবিধা নিয়েছি।
বাঁশরীর প্রতিষ্ঠাতা সভাপতি ও আলেয়া নাটকের প্রযোজনা পরিকল্পক ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান বলেন, যে নাটকে স্বয়ং নজরুল অভিনয় করতেন সে নাটক বাঁশরী রেপার্টরি থিয়েটার মঞ্চে নিয়ে এসেছে এটা আনন্দের এবং চ্যালেঞ্জের। দর্শকের ভালো লাগবে এ বিশ্বাসে আজ আলেয়ার মঞ্চায়ন।


No comments

Theme images by Aguru. Powered by Blogger.